সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে ঘিরে মারধরের মামলায় বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার ওসমান চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (২০ মার্চ) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনাকে কেন্দ্র করে ৭ মার্চ রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার কাজল
ঘটনায় পরদিন ৮ মার্চ সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুসসহ ২০ জন আইনজীবীকে আসামি করা হয়। মামলার দিন রাতে পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে ওসমান চৌধুরীও ছিলেন।
আরও পড়ুন: হাইকোর্টে নাহিদ সুলতানা যুথির আগাম জামিন
পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে বুধবার রুহুল কুদ্দুস কাজলকেও জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নাহিদ সুলতানা যুথীসহ ৪ আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন।