জেসিকা ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি জসিম উদ্দিন আহমেদ এবং তার স্ত্রী তানজিনা সুলতানা (জুহী) -এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রামের অর্থঋণ আদালত।
পদ্মা ব্যাকের খাতুনগঞ্জ শাখার এক মামলায় আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
আদেশের কপি স্পেশাল পুলিশ ইমিগ্রেশন বরাবরে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন: চট্টগ্রামে ঋণখেলাপি মোহাম্মদ আলী ও তার স্ত্রীকে দেশে ফিরে আনার নির্দেশ আদালতের
পদ্মা ব্যাকের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চট্টগ্রামের শিল্পপতি জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রায় ৯০ কোটি টাকা অর্থ আদায়ের এই জারি মামলা চলমান রয়েছে।