আইনপেশার মানোন্নয়নে আইনজীবী সমিতির বক্তব্য চেয়েছে বার কাউন্সিল
বার কাউন্সিল ও আইনজীবী

হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষা ১০ মে

উচ্চ আদালতে আইন পেশা পরিচালনায় হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১০ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির আদেশে জারি করা বিজ্ঞপ্তির ভাষ্যমতে, হাইকোর্ট পারমিশনের আসন্ন লিখিত পরীক্ষা আগামী ১০ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র, অনলাইনে প্রবেশপত্র সংগ্রহসহ পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনা সংস্থার ওয়বসাইতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।