র্নীতির মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার কারাগারে

দুর্নীতির মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার কারাগারে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দিয়েছেন।

আরও পড়ুনদুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন

এ মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল আজ। এদিন আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। একই সঙ্গে মামলার চার্জশিট গ্রহণ করেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর দুদকের ঢাকা জেলার সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। মামলার তদন্ত শেষে চলতি বছরের ৯ জানুয়ারি অহিদুল ইসলাম ও তার স্ত্রী পারভীন হোসেন ভূইয়াকে (৪৫) অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

আরও পড়ুনসুপ্রিম কোর্টে ১ সপ্তাহ মামলা পরিচালনা করতে পারবেন না আইনজীবী নিখিল

মামলার চার্জশিটে ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ আনা হয়েছে। আর ঘটনার সময়কাল ২০০০ থেকে ২০২১ সালের ৮ নভেম্বর পর্যন্ত উল্লেখ করা হয়েছে।