মদিনা শরিফ, বায়তুল মোকাদ্দাস মসজিদ, কাবা শরিফ, মসজিদুল আল আকসার ছবি সম্বলিত জায়নামাজ আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে করা আবেদন নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে (শিল্প মন্ত্রণালয়) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোবাবর (২১ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইলিয়াস আলী মন্ডল ও ব্যারিস্টার শেখ ওমর শরীফ।
আরও পড়ুন: চেকের মামলায় আসামীর মুক্তির উপায়!
গত ফেব্রুয়ারি মাসে জায়নামাজে পবিত্র স্থানের ছবি/প্রতিকৃতির ব্যবহার বন্ধ ও আমদানির নির্দেশনা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে পবিত্র স্থানের ছবি/প্রতিকৃতি ব্যবহার করে জায়নামাজ উৎপাদন ও আমদানি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে এবং এসব ছবি সম্বলিত জায়নামাজ তৈরি ও আমদানি করা সংক্রান্ত বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল।
রিটে আবেদনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ৩০ জানুয়ারি এ রিট আবেদন করা হয় বলে রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার শেখ ওমর শরীফ নিশ্চিত করেন।
আরও পড়ুন: ‘আইন উপদেষ্টা’ পদে জনবল নিয়োগ দিচ্ছে বিটিসিএল
তিনি বলেন, জায়নামাজে পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল আকসা মসজিদসহ অন্যান্য পবিত্র স্থানের ছবি/প্রতিকৃতি ব্যবহার করলে তা পদদলিত হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়। তাই এই ধরনের ছবিযুক্ত জায়নামাজের বিক্রয়, আমদানি ও উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন দৈনিক আল ইহসান পত্রিকার সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান।