মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : ছয় দিনের সফরে সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এখন কক্সবাজারে রয়েছেন। তিনি গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বিমানযোগে কক্সবাজার আসেন।
সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ ইকবাল সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় তিনি ৬ দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।
সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কক্সবাজার সার্কিট হাউসে অবস্থানকালে কক্সবাজারের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা সহ উর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যান।