এম. নাদিম হোসেন খান নাঈম: নরসিংদী আদালত প্রাঙ্গণে সুলতান উদ্দিন মিয়া (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধার ‘হিট স্ট্রোকে’ মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।
বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন মিয়া সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি নরসিংদী জজ কোর্টে আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সুলতান উদ্দিন মিয়া সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়ে পেশাগত কাজে নরসিংদী জজ কোর্টে যান। কোর্টে কাজ করার সময় অতিরিক্ত গরমে হঠাৎ দুপুরে তার বুকে ব্যথা অনুভব হয়।
পরে তিনি আদালতের মসজিদের সামনে এলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এমএন মিজানুর রহমান বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাই ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা মুশকিল। তবে রোগীর স্বজনরা জানিয়েছেন তার বুকে ব্যথা ছিল। তার ওপর প্রচণ্ড গরমের মধ্যে কাজকর্ম করছিলেন।