দুর্নীতির অভিযোগে হওয়া মামলার পরিপ্রেক্ষিতে ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার (১২ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখা অবৈধ : হাইকোর্ট
প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের ঢাকা-১–এর সমন্বিত জেলা কার্যালয়ের মামলা থেকে মেট্রো বিশেষ মামলায় ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল অভিযোগপত্র গৃহীত হয়। একই তারিখে তাঁকে হাজতে পাঠানো হয়। তাই সরকারি চাকরি আইন অনুযায়ী ওই তারিখ থেকে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
আরও পড়ুন: ঋণখেলাপিদের বিরুদ্ধে মামলা না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালে অহিদুল ইসলাম নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
আরও পড়ুন: সাবেক মন্ত্রীর চার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের
প্রসঙ্গত, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলা করে দুদক। তার বিরুদ্ধে ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য বা ভিত্তিহীন তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার সম্পদ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।