সিরাজগঞ্জের আদালত থেকে ফের নথি চুরি
চুরি (প্রতীকী ছবি)

নিজ আইনজীবীর ফোন-টাকা চুরি করে পালালেন মক্কেল

সেরেস্তায় দাঁড়িয়ে মামলা নিয়ে কথা বলতে বলতেই আইনজীবীর ফোন ও নগদ ১০ হাজার ৫০০ টাকা চুরি করে পালানোর অভিযোগ উঠেছে দুই মক্কেলের বিরুদ্ধে।

সিরাজগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে সোমবার (১৩ মে) দুপুরের দিকে আইনজীবী আমানুল করিম লিমনের সেরেস্তায় এ ঘটনা ঘটে।

পরে তিনি নিজেই বাদী হয়ে দুই মক্কেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: বিচারকের বিচার চেয়ে সুপ্রিম কোর্টে বিচারপ্রার্থীর অভিযোগ

অভিযুক্তরা হলেন- পৌর এলাকার কোল গয়লা মহল্লার মৃত শামসু খলিফার ছেলে সুমন খলিফা (২৬) ও দত্তবাড়ি গ্রামের এসএম সাদ্দাম হোসেন।

অ্যাডভোকেট আমানুল করিম লিমন বলেন, সুমন অস্ত্র মামলা ও সাদ্দাম চাঁদাবাজি, মারামারিসহ একাধিক মামলার আসামি। এসব মামলায় তাদের আইনজীবী হিসেবে আমি কাজ করেছি। তাদের আদালত থেকে জামিনে মুক্ত করেছি।

আরও পড়ুন: টঙ্গীতে নারী আইনজীবীর মরদেহ উদ্ধার

তিনি বলেন, সোমবার দুপুরের দিকে আমার সেরেস্তায় ফোনটি টেবিলের ওপরে রেখে মামলা সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলাম। এ সময় তাদের সঙ্গে মামলার বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সবার অলক্ষ্যে আমার ফোন ও শার্টের পকেটে থাকা ১০ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যান তারা। পেরে বিষয়টি টের পেয়ে চোর চোর বলে ধাওয়া করলে তারা দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম চুরির অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।