আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, অসদাচরণ ও খামখেয়ালিপনার অভিযোগে এনে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সোলাইমান বিশু সোমবার (১৩ মে) বিকেলে এক সাধারণ সভা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান। আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৪ মে) থেকে এ কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।
সমিতির সভাপতি জানান, ‘বারের সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তার মক্কেলের একটি অ্যাফিডেভিট গত ১৯ মার্চ ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে দাখিল করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই ধরনের অ্যাফিডেভিট স্বাক্ষর করবেন না বলে জানান। আইনজীবী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরার এ সংক্রান্ত বিষয়ে সম্যক ধারণার জন্য সাক্ষাতের সময় চাইলেও তিনি তা দেননি।
তিনি আরও বলেন, গত ২১ মার্চ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে মক্কেল মোসা: শিরিন বেগমকে ডেকে হাজির রেখে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সাবমিশন রাখলে আবারও এফিডেবিটে স্বাক্ষর করবেন না বলে জানান। এতে বিচার প্রার্থী ও আইনজীবীদের প্রতি অবজ্ঞা, অসম্মান ও অসৌজন্যমূলক আচরণের সামিল।
আরও পড়ুন: বিচারকের বিচার চেয়ে সুপ্রিম কোর্টে বিচারপ্রার্থীর অভিযোগ
এ বিষয়ে জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক পিন্টু বলেন, হুমায়ুন কবিরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রত্যাহার না করা পর্যন্ত তার আদালত আইনজীবীরা বর্জন অব্যাহত রাখবেন। আর এই সিদ্ধান্তের চিঠি প্রধান বিচারপতি, আইন মন্ত্রণালয়, রেজিস্ট্রার জেনারেল- সুপ্রিমকোর্ট, জেলা ও দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ পার্শ্ববর্তী জেলা আইনজীবী সমিতিকে জানানো হবে।
এ ব্যাপারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির জানান, আদালত বর্জনের সিদ্ধান্ত বেআইনি।