রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।
আজ বুধবার (১৫ মে) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে রাখা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সুপ্রিম কোর্ট হচ্ছে বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল।
আরও পড়ুন: আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় রংপুরের বিভাগীয় কমিশনারের ব্যাখ্যা তলব
বিচারপ্রার্থীরা যাতে সহজে ন্যায়বিচার পেতে পারেন, সেজন্য সর্বোচ্চ আদালতসহ সব আদালতের বিচারকদের সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: শ্রম আদালতে মামলার সঙ্গে নিষ্পত্তিও বেড়েছে: প্রতিবেদন
নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণ যাতে দ্রুত ও সহজে ন্যায়বিচার পায়, সেজন্য নতুন বিচারপতিরা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।