নারায়ণগঞ্জ ও গাজীপুরের পূর্বাচলে সরকারি আবাসিক প্রকল্পের আশেপাশে সরকারের অনুমতি ছাড়া অবৈধভাবে গড়ে উঠা আবাসিক প্রকল্পে থাকা বিভিন্ন সাইনবোর্ডগুলো অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার (২৬ মে) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
আরও পড়ুন: বিচার বিভাগের দুর্নীতি তদন্তে দুদককে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ
তিনি বলেন, ঢাকার পূর্বাচলে, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার কিছু অংশ নিয়ে সরকার পূর্বাচল টাউন প্রকল্প গ্রহণ করে এবং বিভিন্ন ব্যক্তিদের বরাদ্দ প্রদান করে। এর কিছুদিন পর ওই এলাকার আশেপাশ কালিগঞ্জ ও রূপগঞ্জ উপজেলায় অনেকগুলো আবাসন প্রতিষ্ঠান আবাসন প্রকল্পের কার্যক্রম শুরু করে এবং বিভিন্ন স্থানে প্লট বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জলাধারের মধ্যেও সাইনবোর্ড স্থাপন করে। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। ওই আবাসন কোম্পানিগুলোর বৈধতা নেই এবং তাদের দ্বারা জনগণ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন।
এ নিয়ে হওয়া সংবাদকে গুরুত্ব দিয়ে জনস্বার্থে হিউম্যান রাইট ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে।