দক্ষিণ কোরিয়ার ধনকুবের চে তাই ওনকে তার সাবেক স্ত্রীকে নগদ ১ দশমিক ৩৮ ট্রিলিয়ন ওন (১ বিলিয়ন ডলার) অর্থ প্রদানের আদেশ দেয়া হয়েছে হাইকোর্ট থেকে। এটি দেশটির ইতিহাসে বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির জন্য সবথেকে বেশি পরিমাণে নির্ধারিত অর্থ।
সিউল হাইকোর্ট গত বৃহস্পতিবার (৩০ মে) এক রায়ে বলেন, তাই ওনের সাবেক স্ত্রী রোহ সো ইয়ং তার কোম্পানির শেয়ারের একটি অংশের অধিকারী ছিলেন৷
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দুজনের বিবাহ বিচ্ছেদের প্রায় এক দশক পর দেশটির উচ্চ আদালত থেকে এ রায় দেয়া হয়েছে।
রায়ের পর চে তাই ওনের আইনজীবী জানিয়েছেন, চে রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
তিনি দাবি করেছেন, আদালত “রোহ’র একতরফা দাবিকে সত্য হিসেবে গ্রহণ করেছে”।
এর আগে ২০২২ সালে নিম্ন আদালত থেকে রোহকে ৬৬ দশমিক ৫ বিলিয়ন ওন অর্থ দিতে বলা হয়েছিল চে তাইকে। কিন্তু বৃহস্পতিবারের রায়ে উচ্চ আদালত থেকে অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
এদিকে আদালত থেকে চে তাই এর প্রতিষ্ঠান এসকে গ্রুপের শেয়ারে একটি অংশ দাবি করে রোহ সো ইয়ং এর আবেদন খারিজ করা হয়েছে।
রায়ে আদালত বলেছেন, এ রায় যুক্তিসংগত কারণ তার স্ত্রী হিসেবে রোহ এসকে গ্রুপ এবং চে তাই এর ব্যবসায়িক কার্যকলাপের মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন।
আদালত চে তাই এর সম্পদের পরিমাণ প্রায় ৪ ট্রিলিয়ন ওন ধার্য করায় রোহ তার সম্পত্তির আনুমানিক ৩৫ শতাংশ পাবেন।
রোহ চে তাই এর ব্যবসার বাধাগুলো সহজ করতে সহায়তা করেছিলেন এবং তার বাবা ও দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ তাই উ এসকে গ্রুপের সাবেক চেয়ারম্যান চে জং হিয়নের জন্য “একটি প্রতিরক্ষামূলক ঢালের ভূমিকা পালন করেছিলেন।”
আদালত থেকে বলা হয়েছে, চে তাই বিচার চলাকালীন তার খারাপ আচরণের জন্য অনুশোচনার কোনো লক্ষণ দেখাননি এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখায় তার সাবেক স্ত্রী রোহ এর প্রতি আদালত সম্মান দেখিয়েছে।
চে তাই ওন এবং রোহ সে ইয়ং দম্পতি ৩৫ বছর বিবাহিত ছিলেন এবং তাদের তিনজন সন্তান ছিল।
এ রায়ের পরে বিশ্বের অন্যতম বড় সেমিকন্ডাক্টর নির্মাতা এসকে গ্রুপের শেয়ার ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: বিবিসি