প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ২ হাজার ২২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ২ হাজার ২২ কোটি টাকা

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে। এতে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ আদালতের জন্য এবার বরাদ্দ করা হয়েছে ২৪৮ কোটি টাকা।

সে হিসেবে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ২৭০ কোটি টাকা। গত অর্থবছরের চেয়ে এবার সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গত বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উপস্থাপন করেন অর্থমন্ত্রী

২০২৩-২০২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য মূল বরাদ্দ ছিল ১ হাজার ৯৪৩ কোটি টাকা। তবে, সংশোধিত বাজেটে সেটি করা হয়েছে ১ হাজার ৭১৭ কোটি টাকা। ওই অর্থ বছরে সুপ্রিম কোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও, সংশোধিত বাজেটে সেটি হয় ২৩৬ কোটি টাকা। তবে চলতি অর্থবছরে সুপ্রিম কোর্টের বরাদ্দ বেড়েছে ১১ কোটি টাকা।

বাজেটের মূল বরাদ্দের হিসেবে চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা। আবার গত অর্থ বছরে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য সংশোধিত বরাদ্দের হিসেবে চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৩১৭ কোটি টাকা।