আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৭৫ কেজির কেক কাটল সুপ্রিম কোর্ট বার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৭৫ কেজির কেক কাটল সুপ্রিম কোর্ট বার

প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। পঁচাত্তর কেজি ওজনের কেক কেটে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার (২৫ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ২ নম্বর হল রুমে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী সমিতির সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন,অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এম মাহবুব আলী, বশির আহমেদ, মো.নুরুল ইসলাম সুজন, মোমতাজ উদ্দিন আহমদে মেহেদী, জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, আজাহার উল্লাহ ভুইয়া, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে বর্তমানে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। এগুলো মোকাবিলা করেই আওয়ামী লীগ এগিয়ে যাবে।’

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশের গৃহহীনদের আবাসনের ব্যাবস্থা করাকে পৃথিবীতে অন্যান্য হিসেবে অবিহিত করেন।

আলোচনা শেষে ৭৫ কেজি ওজনের কেক কাটা হয়। এ ছাড়া জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী সরদারও ৩৫ কেজি ওজনের একটি কেক আনেন।