মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : মাদক পাচারের মামলায় এক আসমীকে ৫ বছর সশ্রম কারাদন্ড, একইসাথে ১০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আবদুল্লাহ আল মামুন সোমবার (২৪ জুন) এ রায় ঘোষণা করেন।
একই আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামী হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পশ্চিম মাসদাইর এলাকার মৃত নুর হোসেন (আসল পিতা), জামাল উদ্দিন (সৎপিতা) ও রোকেয়া বেগমের পুত্র মোঃ মেহেদী হাসান প্রকাশ রনি (৩৪)।
মামলাটি বিচারের জন্য কক্সবাজার সিজেএম আদালতে চার্জ (অভিযোগ) গঠন করে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, আসামী পক্ষে তাদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা, আসামীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ মামলার সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করে সোমবার রায় প্রচারের দিন ধার্য্য করা হয়।
রায় প্রচারের দিনে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় দোষী সাব্যস্ত করে আসামী মোঃ মেহেদী হাসান প্রকাশ রনিকে উল্লেখিত সাজা প্রদান করেন।