অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতির একান্ত সচিব হলেন বিচারক শরীফুল আলম ভূঁঞা

প্রধান বিচারপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা।

এ বিষয়ে গত সোমবার (১২ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি সদয় অভিপ্রায় অনুযায়ী জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা অতিরিক্ত মহানগর দায়রা জজ, চট্টগ্রাম শরীফুল আলম ভূঁঞাকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতি একান্ত সচিব পদে নিয়োগের জন্য তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো। তাকে বর্তমান পদের কার্যভার বুঝিয়ে দিয়ে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: বার কাউন্সিলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে আল্টিমেটাম

এর আগে শনিবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি।

এদিন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন দুপুরে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।