শেখ হাসিনা সরকারের ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনামলে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী আসামিদের পরিবারের সদস্যরা।
আজ রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এ মানববন্ধন শুরু হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা তার স্বৈরশাসনকে দীর্ঘায়িত করতে বিরোধী দলের নেতাদের ফাঁসি দিয়ে ক্ষমতা অব্যাহত রাখতে নিরীহ মানুষকে এই ট্রাইব্যুনালের কাঁচামাল বানিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে বন্দি রাখা হয়েছে।
তারা অবিলম্বে কথিত মানবতাবিরোধী মামলা প্রত্যাহার করে কারাবন্দি সবার মুক্তি দাবি করেন।
মানববন্ধন শেষে আইন উপদেষ্টা বরাবর আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করা হবে বলে জানানো হয়।