রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ৩ কোটি টাকা জব্দের পরদিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালকে গ্রেপ্তার করা হয়েছে। মহাখালী থেকে শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল তাঁকে গ্রেপ্তার করে। ডিএমপি এ তথ্য নিশ্চিত করেছে।
সচিব থাকাকালে শাহ কামালের বিরুদ্ধে বদলি ও কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
গত শুক্রবার (১৫ আগস্ট) মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৫ সালের ২৩ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন শাহ কামাল। তিনি ২০২০ সালের ২৯ জুন অবসরে যান। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে তাঁর নামে মন্ত্রণালয়ের বরাদ্দ ৯টি গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছিল। তিনি এসব গাড়ির ভুয়া বিল-ভাউচারে সরকারি কোষাগার থেকে টাকাও তুলতেন।