বাংলাদেশ আইন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি গঠন

বাংলাদেশ আইন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি গঠন

বাংলাদেশ আইন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক কাজী মাহফুজুল হক সুপণ ও সদস্যসচিব হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ আইন সমিতির বিশেষ সাধারণ সভায় এ অন্তবর্তীকালীন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির যুগ্ম আহ্ববায়ক নির্বাচিত হয়েছেন হাসিনা মমতাজ মিষ্টি, মো. শফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া এবং মো. কামাল হোসেন।

অন্যান্য নির্বাচিত সদস্যবৃন্দ হলেন— মো: হাবিবুল্লাহ, মো. তরিকুল ইসলাম, আফরোজা বেগম মিতা, কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন, ছালমা সুলতানা সোমা, মো. সগীর হোসেন (লিওন), সালাহ উদ্দিন আহমেদ, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, এসএম জাফর সাদিক তানভীর, মাইনুল ইসলাম, মমতাজ পারভীন মৌ, মাকসুদ উল্লাহ, মো. এমরান খান, মীর আব্দুল হালিম, মো. তারেক রহমান, মুহাম্মদ আহসান হাবীব, মোহাম্মদ ছফওয়ান, নুসরাত ইয়াসমিন সুমাইয়া, মো. ফয়জুল্লাহ, মো. হাবিবুর রহমান, মেহেদী হাসান, সিদ্দিকুর রহমান, মো. কামরুল হাসান, মো. আরিফুর রহমান, আবদুস সাত্তার রনি, মাসুদ হাসান, বেল্লাল হোসাইন, মো. আরমান হোসাইন, মো. আনোয়ার হোসাইন, মো. জিয়াউল ইসলাম এবং ওবায়দুল তালুকদার।

এর আগে বাংলাদেশ আইন সমিতির বিশেষ সাধারণ সভায় বর্তমান কমিটির সভাপতি স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির ওপর অনাস্থা প্রস্তাব পাস হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষিত হয়।