নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন মাঠ পর্যায়ে কর্মরত রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী, স্ত্রী, পুত্র-কন্যা ও বাবা-মা) সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিচারক ও তাঁর পরিবারের সম্পদের হিসাব চেয়েছে সরকার
সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সরকারের এই সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরীর সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাঁদের পরিবারের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ
চিঠিতে বলা হয়, নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন মাঠপর্যায়ে কর্মরত রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তাদের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতে রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র-কন্যা ও বাবা-মা) দেশে ও বিদেশে থাকা সম্পদের হিসাব বিবরণী চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে।