দেশের বিভিন্ন জেলায় রেজিস্ট্রার পদে বড় রদবদল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানা যায়।
প্রথম প্রজ্ঞাপনে ১০জন জেলা রেজিস্ট্রারকে নতুন কর্মস্থলে বদলি করা হয়। তাদের ১০ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নিবন্ধন মহাপরিদর্শককে বিজ্ঞপ্তি জারি করতে অনুরোধ করা হয়েছে।
বলদিকৃত জেলা রেজিস্ট্রারদের মধ্যে রয়েছেন- নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত কর্মকর্তা এ এইচ এম মুজাহিদুল ইসলামকে রাজবাড়ী, বগুড়ার মোঃ রফিকুল ইসলামকে রংপুর, সিরাজগঞ্জের মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে টাঙ্গাইল, সিলেটের মুনশী মোখলেছুর রহমানকে ঢাকা, নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত কর্মকর্তা আলী আকবরকে মেহেরপুর, মাদারীপুরের মুনিরুল হাসানকে কুমিল্লা, মেহেরপুরের মোঃ সাইফুল ইসলামকে নওগাঁ, রাজবাড়ীর মোঃ সাজেদুল হককে দিনাজপুর, নড়াইলের মোঃ আব্দুর রকিব সিদ্দিককে
রাজশাহী ও চুয়াডাঙ্গার মোঃ আব্দুল মোতালেবকে ফরিদপুরে বদলি করা হয়েছে।
এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে ১০জন সাব-রেজিস্ট্রারকে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি প্রদান করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মানিকগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রার শেখ মোহাম্মদ মহিউল ইসলামকে পিরোজপুর, ময়মনসিংহের গৌরীপুরের হাফিজা হাকিম রুমাকে সাতক্ষীরা, মানিকগঞ্জের সিংগাইরের মুহাম্মদ আরিফুর রহমানকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া সদরের মুহাম্মদ আমির হামজাকে মাদারীপুর, নেত্রকোনার কেন্দুয়ার হেলেনা পারভীনকে শরীয়তপুর, মুন্সীগঞ্জের সিরাজদিখানের মোহাম্মদ রমজান খানকে মুন্সীগঞ্জ, ঢাকার আশুলিয়ার আশ্রাফুল ইসলামকে নড়াইল, কুমিল্লার মুরাদনগরের গাজী মুহাম্মদ আবদুল করিমকে কুষ্টিয়া, মাদারীপুরের রাজৈরের মোঃ মিজানুর রহমানকে চুয়াডাঙ্গা ও ঢাকার সূত্রাপুরের এ. বি.এম নূর-উজ-জামানকে মাগুরার জেলা রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।