ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ২৩৮০ মামলা, কোটি টাকা জরিমানা

ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ২৩৮০ মামলা, কোটি টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গত তিন দিনে ২ হাজার ৩৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসব মামলায় ১ কোটি ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়েছে, গতকাল সোমবার ৭৭৬টি মামলা হয়েছে। গতকালের এসব মামলায় ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে জরিমানা আদায় করা হয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা। অভিযানে ৬০টি গাড়ি ডাম্পিং ও ৪০টি গাড়ি রেকার করা হয়েছে।

এদিকে গত রোববার ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৮৭০টি মামলা ও ৩৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছিল। ওই দিনের অভিযানে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৬০টি গাড়ি রেকার করা হয়।

আর শনিবার ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছিল ডিএমপির ট্রাফিক বিভাগ। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।