রেশন ও টিসিবি কার্ড প্রদানে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, দুদকের অভিযান
দুর্নীতি দমন কমিশন (দুদক)

সাবেক সহকারী পুলিশ সুপার দাদন ফকিরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকে আবেদন

সাবেক সহকারী পুলিশ সুপার দাদন ফকিরের অবৈধ সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান ওই আবেদন করেন।

আরও পড়ুন: ৪৬তম বিসিএস পরীক্ষা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

একটি জাতীয় দৈনিকে দাদন ফকিরের অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব অভিযোগের অনুসন্ধান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

আবেদনের বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, জাতীয় দৈনিকে নিউজ প্রকাশিত হওয়ার পরও কোনো অনুসন্ধান শুরু না করার কারণে দুদকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ হতে পারে। এজন্য এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।