সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হলেন ৫৪ আইনজীবী
অ্যাডভোকেট

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হলেন ৫৪ আইনজীবী

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ৫৪ জন আইনজীবী।

এ সংক্রান্ত এনরোলমেন্ট কমিটির গত ৩ এবং ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা আজ বুধবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

জানা গেছে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে এসব আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত আইনজীবীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

সভায় এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ৪২ জন আইনজীবীর সিনিয়র অ্যাডভোকেট হতে করা আবেদন স্ট্যান্ড ওভার রাখা হয়েছে।

এছাড়া আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে ১৯ জন আইনজীবীর করা আবেদন এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়নি।