অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

সনদ গ্রহণে আপিল বিভাগের আইনজীবীদের এনরোলমেন্ট ফি জমার নির্দেশনা

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সম্প্রতি তালিকাভুক্ত হওয়া আইনজীবীদের নির্ধারিত এনরোলমেন্ট ফি যথাশীঘ্র জমা দেওয়ার নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির সভা গত ৩, ১০ ও ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনআপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ২৯১ আইনজীবী

সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২৯১ জনকে অ্যাডভোকেট এবং ৫৪ জনএ সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনসুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হলেন ৫৪ আইনজীবী

গত ২ অক্টোবর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী যথাশীঘ্র নির্ধারিত একাউন্ট নম্বরে নির্ধারিত হারে এনরোলমেন্ট ফি জমা প্রদান করে জমা রশিদের মূল কপিসহ একটি আবেদনপত্র রেজিস্ট্রার জেনারেল বরাবর দাখিল করে সনদপত্র গ্রহণ করতে বলা হয়েছে।

আপিল বিভাগে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত আইনজীবীদের এনরোলমেন্ট ফি নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা, আর অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তদের দিতে হবে ১৫ হাজার টাকা।