আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

ট্রাইব্যুনালের আইন সংশোধন নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের অনুমোদন মিলেছে। হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে ট্রাইব্যুনালের প্রধান করা হয়েছে। তার সঙ্গে আরও দুইজন বিচারক কাজ করবেন।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এমন তথ্য জানান।

আরও পড়ুনবিচারপতি গোলাম মর্তুজাকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করল সরকার

বিচারক নিয়োগের বিষয়ে জানানোর পাশাপাশি তিনি বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে। মতামতের ভিত্তিতে খসড়া করা হয়েছে। এ মাসের মধ্যে চূড়ান্ত হবে। পলাতকদেরও বিচারের সুযোগ রাখা হয়েছে। এছাড়া সংগঠনেরও শাস্তির বিধান থাকবে।

আরও পড়ুনঢাকার আদালতে ৬৬৯ জন সরকারি কৌঁসুলি নিয়োগ

ট্রাইব্যুনালে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের বিচার অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা।

আরও পড়ুন: বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্বে বিচারক আবু তাহের

তিনি বলেন, বিচারে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে এবং তখন তিনি ভারতে অবস্থান করলে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনার আবেদন করা হবে।