অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

রোববার থেকে আপিল বিভাগের ২নং বেঞ্চের বিচারকাজ চলবে ৩নং কোর্টের এজলাস কক্ষে

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বর্তমানে দু’টি বেঞ্চে পরিচালিত হচ্ছে। এর মধ্যে ২নং কোর্টের এজলাস কক্ষে আপিল বিভাগের বিচার কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে।

আগামীকাল রোববার (২৭ অক্টোবর) থেকে ২নং কোর্টের বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩ নং কোর্টের এজলাস কক্ষে পরিচালিত হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা: হাসানুজ্জামান সইকৃত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: দেড় মাস পর খুলছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ৫৪ আর আপিল বিভাগে ২ বেঞ্চে চলবে বিচারকাজ

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, আগামীকাল রোববার (২৭ অক্টোবর) থেকে ২নং কোর্টের বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩ নং কোর্টের এজলাস কক্ষে পরিচালিত হবে।

দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্ট খুলেছে। অবকাশকালীন ছুটি শেষে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

ওই দিন থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে এবং হাইকোর্ট বিভাগের ৫৪টি বেঞ্চে বিচারকাজ শুরু হয়েছে। আপিল বিভাগের দুটি বেঞ্চের মধ্যে চারজন বিচারপতির সমন্বয়ে গঠিত ১ নং কোর্টের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি এবং দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত দ্বিতীয় বেঞ্চের বিচারিক কার্যক্রম শুরু হয়েছিল ২নং কোর্টের এজলাস কক্ষে। তবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে তা পরিবর্তন করা হল।