কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা জজ রহমত আলী

কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা জজ রহমত আলী

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : মোহাম্মদ রহমত আলী-কে কক্সবাজার জজশীপের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিচারক মোহাম্মদ রহমত আলীসহ ৫ জন বিচারককে দেশের বিভিন্ন বিচারালয়ে পদায়ন করা হয়।

একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বর্তমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ-কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলী করা বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের জেলা ও দায়রা জজ অথবা দপ্তর প্রধানের নিকট দায়িত্ব হস্তান্তর করে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ পাওয়া বিচারক মোহাম্মদ রহমত আলী বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) পদে কর্মরত রয়েছেন।

কুমিল্লা জেলার বাসিন্দা বিচারক মোহাম্মদ রহমত আলী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) তৃতীয় ব্যাচের একজন কর্মকর্তা।