আইনজীবী নেতা মোমতাজ উদ্দিনের জন্মদিন আজ
ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নেতা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে গতকাল রোববার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে মমতাজ উদ্দিন মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, তার মোবাইল ফোনে আওয়ামী লীগের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চেষ্টার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গ্রুপে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছিলেন।

ওসি হাফিজ আরও বলেন, এ ঘটনায় অ্যাডভোকেট মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলাও রয়েছে।

এদিকে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মমতাজ উদ্দিন মেহেদি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলার বাদী ছিলেন তিনি।