মিথ্যা মামলা দায়ের করে নিজেই আসামি হলেন বরগুনা সদরের মোঃ বেল্লাল হোসেন।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্ বাদীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মোঃ বেল্লাল এর সাথে তার স্ত্রী মোসাঃ শারমিন আক্তারের পারিবারিক বিরোধ ছিল। তারা পৃথক বসবাস করে এবং পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন।
সুমাইয়া আক্তার রোজা (৩ বছর ৬ মাস) তাদের এক শিশু কন্যা ছিল। সে তার মায়ের সাথে বসবাস করতো। শিশুটি তার মায়ের কাছে থাকা অবস্থায় জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয় এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায়।
মোঃ বেল্লালের সাথে তার স্ত্রীর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাদের কণ্যা শিশুর উক্ত অসুস্থতাজনিত মৃত্যুকে হত্যাকান্ড উল্লেখ করে সে তার স্ত্রীর বিরুদ্ধে মেয়েকে হত্যার মামলা দায়ের করেন।
তদন্তে মামলাটি মিথ্যা বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র এবং পুরো ঘটনা বিশ্লেষণ করে আদালতের পর্যালোচনাতেও মামলাটি মিথ্যা ও হয়রানীকর বলে প্রতীয়মান হয়।
এপ্রেক্ষিতে আদালতের ম্যাজিস্ট্রেট স্বয়ং বাদী হয়ে এজাহারকারীর বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় মামলা দায়ের করেন। এজাহারকারী আদালতে উপস্থিত থাকায় তাকে আটকপূর্বক পরবর্তীতে জেলহাজতে প্রেরণ করা হয়।