পিরোজপুর বারের নির্বাচন স্থগিত, আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ
পিরোজপুর বারের নির্বাচন স্থগিত, আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

পিরোজপুর বারের নির্বাচন স্থগিত, আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

জি,এম-আদল: পিরোজপুর জেলা আইনজীবী সমিতির চলতি বছরের বাৎসরিক কার্যকরী পরিষদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা।

নির্বাচন স্থগিতের প্রতিবাদে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা জজ আদালতের সামনে পিরোজপুর বারের আইনজীবীরা এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল কালাম আকন, আব্দুর রাজ্জাক খান, সাইদুল ইসলাম টিটু, হালিম শরিফ, মোস্তফা কামাল, সৈয়দ সাব্বির আহমেদসহ আরও অনেক আইনজীবীগণ।

পিরোজপুর বারের নির্বাচন স্থগিত, আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ
সমাবেশে বক্তব্য প্রদানকালে আইনজীবীরা

গত ১৩ ফেব্রুয়ারি পিরোজপুর জেলা আইনজীবী সমিতির বাৎসরিক কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অবশেষে হাইকোর্টের আদেশে আগামী ৩ সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করা হয়।

নির্বাচন স্থগিত চেয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে.এম রাশেদুজ্জামান রাজা এর দ্বৈত এ আদেশ দেন।

পিরোজপুর বারের নির্বাচন স্থগিত, আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ
হাইকোর্টের আদেশের কপি

আইন সচিব, বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পিরোজপুর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং রিটার্নিং অফিসারকে বিবাদী করে গত ১০ ফেব্রুয়ারি মো. আলী শাহ জামাল এ রিট দায়ের করেন।

ওই রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট আগামী ৩ সপ্তাহের জন্য এই নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

আদালত একই সঙ্গে আদেশে আবেদনকারীদের নাম পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৬ এর চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং পিটিশনারদের লিখিত উপস্থাপনা ৩০-০১-২০২৫ তারিখে (সংযোজন-ডি, ডি-১ এবং ডি-২) অনুযায়ী আইন অনুসারে নিষ্পত্তি করার জন্য এবং পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৬ এর চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ এবং উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।