ফেনী জেলা কর আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

ফেনী জেলা কর আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

ফেনী জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

ফেনীর টাইম পাস সেন্টারে গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা কর আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদ আবু নাসের মজুমদার মেজবাহ, চট্টগ্রাম ট্যাকসেস বারের সাধারণ সম্পাদক বাকা উল্লাহ চৌধুরী ইরান, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন মানিক উপস্থিত ছিলেন।

জেলা কর আইনজীবী সমিতি ফেনীর সাধারণ সম্পাদক আবুল হাসেম রতনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্যাকসেস বার নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির ফেনীর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভূঞাঁ, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক হৃষিকেশ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আয়কর উপদেষ্টা মোঃ ইউনুছ, নব নির্বাচিত সহ-সম্পাদক এম. আশরাফ হোসাইন সাদেক, কোষাধ্যক্ষ আরিফুল হাসান রবিন, অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদল, অ্যাডভোকেট শিপন বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা ফেনী একটি সমৃদ্ধ জেলা হিসেবে নব নির্বাচিত কর্মকর্তাদের সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি শক্তিশালী কর আইনজীবী বার গঠন করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা কর আইনজীবী সমিতির ফেনী জন্য একটি গঠনতন্ত্র প্রণয়ন এবং সৃজনশীল কর্মকাণ্ড করে ফেনী জেলার কর আইনজীবীদের কর্মকাণ্ডকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

একইসঙ্গে ফেনীর জেলা আইনজীবী সমিতি সহ অন্যান্য আইন সংস্থা গুলোর সাথে সম্পর্ক বজায় রেখে একটি শক্তিশালী কর আইনজীবী সমিতি গঠন করে ফেনীতে কর আইনজীবীদের ভাবমূর্তি উজ্জ্বল এবং সুন্দর পরিবেশ গঠন করার পদক্ষেপ গ্রহণ করার জন্য নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান হয়।

অভিষেক অনুষ্ঠানে জেলা কর আইনজীবী সমিতি ২০২৪-২৬ সালের নব নির্বাচিত ৯ জন কার্যকরী কমিটির কর্মকর্তাকে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করা হয়।

সভায় বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।