দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে হাইকোর্ট পারমিশনের মৌখিক পরীক্ষা আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময় সূচি প্রকাশ করা হয়েছে।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সারা দেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থার সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার সইকৃত বিজ্ঞপ্তির ভাষ্যমতে, গত বছরের ১০ মে অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ১৯, ২০, ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হবে।
রোল নাম্বার ও বোর্ড অনুযায়ী বিস্তারিত সময়সূচী জানতে এই লিংকে ক্লিক করুন
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোর্ট ড্রেস অর্থাৎ কালো কোট, কালো টাই পরিধান করতে হবে। এছাড়া বার কাউন্সিল সনদ, একাডেমিক সার্টিফিকেট মার্কশিট এবং এডমিট কার্ড ইত্যাদি জরুরি কাগজপত্র সাথে আনতে হবে।
এছাড়া বার কাউন্সিল বিধি ৬৫(৪) অনুযায়ী লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা দ্বিতীয় ও সর্বশেষবারের মতো মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী (অর্থাৎ ২০২৩ সালের ৪ মার্চ অনুষ্ঠিত হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও তৎপরবর্তী মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ/অংশগ্রহণে ব্যর্থ প্রার্থীরা) ও অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাগণ এবং গত বছরের ১৫ অক্টোবর প্রকাশিত হাইকোর্ট পারমিশন লিখিত পরিক্ষার ফলাফলে তৃতীয়ধাপে মূল্যায়ণের জন্য অপেক্ষমান প্রার্থীদের মধ্যে যারা উত্তীর্ণ হবেন তাঁদের এবং রিভিউ আবেদনকারী প্রার্থীদের রিভিউ নিষ্পত্তির পর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে ঘোষণা করা হবে।