অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির দায়িত্বভার গ্রহণ করেছে এড-হক কমিটি।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সমিতির গঠনতন্ত্রের পরিচ্ছেদ ৫ এর ২৪ ধারা মোতাবেক গঠিত এড-হক কমিটির নিকট কার্যনির্বাহী পরিষদ- ২০২৪ এর পক্ষে সমিতির সাধারণ সম্পাদক দায়িত্বভার হস্তান্তর করেন।
দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী পরিষদের সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী।
বিদায়ী পরিষদের সহসাধারণ সম্পাদক মো. কাশেম কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
এর আগে গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) সমিতির সাধারণ সভায় এড-হক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
গতকালের সাধারণ সভায় উপস্থিত আইনজীবীদের প্রস্তাবনায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এ.কে.এম. মকবুল আহমেদ চৌধুরীকে আহ্বায়ক করে ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সিনিয়র আইনজীবী রফিক আহমদ, মুহাম্মদ শামসুল আলম, সৈয়দ আনোয়ার হোসেন, মোহাম্মদ জহুরল আলম প্রমুখ।
দায়িত্ব গ্রহণকালে এড-হক কমিটির আহ্বায়ক এ.কে.এম. মকবুল কাদের চৌধুরী দলমত নির্বিশেষে সমিতির সদস্যদের মান, মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের জন্য সকল প্রকার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলে জানান।
পাশাপাশি এ ব্যাপারে সমিতির সকল আইনজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল আইনজীবীর প্রতি আহ্বান জানান তিনি।
দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।