প্রধান বিচারপতির সাথে বিয়াক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতির সাথে বিয়াক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (BIAC) এর চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২:০০ ঘটিকায় প্রধান বিচারপতির কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমানের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যগণ হলেন- প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমি) আলী, প্রধান নির্বাহী কে এ এম মাজেদুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (BIAC) এর প্রতিনিধিদলের সাক্ষাতকালে আরবিট্রেশনের ব্যবহার, প্রয়োগিক দিক বৃদ্ধি সম্পর্কে মতবিনিময় হয়।

সুপ্রীম কোর্ট এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সচেষ্ট হবে মর্মে প্রধান বিচারপতি প্রতিনিধিদলকে অবগত করেন।

এসময় BIAC- এর প্রতিনিধিদল বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত প্রধান বিচারপতির রোডম্যাপকে একটি যুগোপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন এবং এর সাফল্য কামনা করেন।

প্রধান বিচারপতি Bangladesh International Arbitration Centre (BIAC) এর প্রতিনিধিদলের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বিচারবিভাগ নিয়ে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।