একটি ওয়েবসাইট তৈরি করে সকল প্রকার নিবন্ধন দলিল কেন অনলাইনে সংরক্ষণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক ও আইন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৯ জানুয়ারি সকল প্রকার নিবন্ধন দলিল অনলাইনে সংরক্ষণ চেয়ে সংশ্লিষ্টদের প্রতি আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
আবেদনে বলা হয়, বাংলাদেশের ভূমি বিরোধের অন্যতম কারণ জমির পুরাতন দলিল খুঁজে না পাওয়া। এছাড়া কাগুজে দলিলগুলো অধিকাংশ সময় বালাম বই নষ্ট হয়ে যাওয়া ও ছিঁড়ে যাওয়ার কারণে মানুষ তাদের মূল্যবান সম্পত্তির দলিল না পেয়ে সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে।
তাছাড়া দলিল পাওয়া না গেলে মানুষ বিভিন্ন রকমের জাল, জালিয়াতির আশ্রয় নিচ্ছে। সকল প্রকার নিবন্ধন দলিল অনলাইন হলে মানুষের জন্য জমির মালিকা যাচাই-বাছাই ও দিলের নকল উত্তোলন করা সহজতর হতো।
এজন্য সকল প্রকাশ নিবন্ধন দলিল অনলাইনে সংরক্ষণ করা করতে আবেদনে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তবে সেই আবেদনে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। সেই রিটের শুনানি নিয়ে আজ রুল জারি করলেন আদালত।