দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪৪ জন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত (এনরোলমেন্ট) করা হয়েছে। এছাড়া সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য ৪৪ জন আইনজীবীর আবদেন স্ট্যান্ড ওভার রাখা হয়েছে। আর ১৯ জন আইনজীবীর আবেদন নো মর্মে রাখা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে তাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: আপিল বিভাগে মামলা পরিচালনার অনুমোদন পেলেন ৮৬ আইনজীবী
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এসএম এমদাদুল হক এর সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়।
পুনর্গঠিত এনরোলমেন্ট কমিটির গতকাল ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে নিম্ন লিখিত আইনজীবীদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সিদ্ধান্ত গৃহীত হয়।
সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত আইনজীবীদের তালিক দেখতে লিংকে ক্লিক করুন