ঢাকা মেট্টোপলিটন বার অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. হাফিজুর রহমান পাটোয়ারী ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল মজিদ। গত ১৯ ফেব্রুয়ারি তলবি সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নবদায়িত্ব পাওয়া সেক্রেটারি মো. আব্দুল মজিদের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানা গেছে।
প্রেস রিলিজে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ায় বারের প্রাক্তন সভাপতি ও সিনিয়র আইনজীবী আরফান উদ্দিন খানের সভাপতিত্বে ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. মাইনুদ্দিন মানিক, সহসভাপতি আবু বকর হাওলাদার, কোষাধ্যক্ষ মোতাহার হোসেন, সহসাধারণ সম্পাদক গোলাম সাবের চৌধুরী, লাইব্রেরি সম্পাদক মো. ফোরকানুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, দপ্তর সম্পাদক বজলুর রশিদ, নির্বাহী সদস্য মো. আব্দুল বাছেদ, আয়েশা খাতুন, মোসাম্মাৎ রাশেদা খাতুন রীনা, আব্দুল হামিদ, আশীষ কুমার দাস, মো. মনসুর রহমান, তাজুল ইসলাম আকন্দ (শামীম), মো. ফখরুল ইসলাম।