আদালত চত্বরে প্রার্থীদের নির্বাচনি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে কুষ্টিয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সংগঠনের পক্ষে সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবী জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলার আসামী অ্যাডভোকেট ইমরান হোসেন দোলন জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তাদের দোসর আইনজীবী প্রায় ৪০/৫০ জন একত্রিত হয়ে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন। যার প্রেক্ষিতে কোর্ট চত্বরে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বহিরাগত সন্ত্রাসীরা আদালত চত্বরে জড়ো হয়।
পরবর্তীতে আদালত অ্যাডভোকেট দোলনের জামিন শুনানি শেষে নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করলে বহিরাগত সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে আইনজীবী সমিতির নির্বাচনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে চেয়ার, টেবিল, ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে।
এই সময় বিএনপির বিরুদ্ধে বিগত সরকার কর্তৃক গায়বি মামলার নেতাকর্মীরা হাজিরা শেষে ভাঙচুর দেখে টেন্টের সামনে প্রতিহত করতে এগিয়ে গেলে আওয়ামী সন্ত্রাসীরা সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদের জুনিয়র শিক্ষানবীস আইনজীবী মজিবুল হককে মারাত্মকভাবে মাথায় আঘাত করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, ক্যাম্প ভাঙচুর করে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে বিবৃতিতে।