বরগুনায় বন ম্যাজিস্ট্রেট ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ আদালত) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি অবৈধ করাতকল অপসারণ ও মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
আজ শনিবার (১ মার্চ) বরগুনার বন ম্যাজিস্ট্রেট ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) এস, এম, শরিয়ত উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বরগুনার বাবুগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সংরক্ষিত বনাঞ্চলের মাত্র দুই কিলোমিটারের মধ্যে অবৈধভাবে স্থাপিত দুটি করাতকল এসময় উচ্ছেদ করা হয়।
একই সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এর নির্দেশ প্রদান করেন বন আদালতের ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ।
অভিযানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বন কর্মকর্তা, বরগুনা ফায়ার সার্ভিসের একটি দল ও বরগুনা থানা পুলিশের একটি দল।