বোরহানউদ্দিন খান: সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা’র আত্মহননের খবর আইনজীবী সমাজের জন্য এক অশনি সংকেত। একজন নিয়মিত প্র্যাকটিসিং আইনজীবী, যিনি প্রতিদিন আদালতে গিয়ে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে ভূমিকা রাখতেন, তিনি যদি আর্থিক সংকটের কারণে এমন পথ বেছে নিতে বাধ্য হন—তাহলে আমাদের পেশার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।
❝জীবন থাকতে যদি নিরাপত্তা না থাকে, তাহলে মৃত্যুর পর সামান্য অর্থ দিয়ে কী হবে?❞
⚖️ আইনজীবীদের বাস্তবতা ও ভুল ধারণা
বাংলাদেশে প্রায় ৮০ হাজার আইনজীবী রয়েছেন, কিন্তু কোর্ট ফি ও স্ট্যাম্প ডিউটি থেকে সরকারের বিপুল রাজস্ব আয় হলেও আইনজীবীদের জন্য কোনো আর্থিক নিরাপত্তা কাঠামো নেই।
অনেকে মনে করেন, আইনজীবীদের আকাশছোঁয়া আয়। বাস্তবতা হলো, কেবলমাত্র ২-৩% আইনজীবী ভালো আয় করেন, বাকিরা জীবনযুদ্ধে লড়ছেন।
বার সমিতিগুলোর আর্থিক সহায়তা মূলত মৃত্যুর পর পরিবারকে দেওয়া হয়, কিন্তু জীবদ্দশায় অসুস্থতা বা সংকটে কেউ সহযোগিতা পান না।
⚖️ বিশ্বের অন্যান্য দেশে কী সুবিধা পান আইনজীবীরা?
✅ যুক্তরাজ্য: বার কাউন্সিলের মাধ্যমে পেনশন, স্বাস্থ্যবীমা ও কল্যাণ তহবিল
✅ ভারত: রাজ্য বার কাউন্সিলগুলোর মাধ্যমে কল্যাণ তহবিল ও পেনশন স্কিম
✅ যুক্তরাষ্ট্র: বার অ্যাসোসিয়েশন পরিচালিত স্বাস্থ্যবীমা, পেনশন ও আর্থিক সহায়তা ফান্ড
✅ পাকিস্তান: সরকারি ও বেসরকারি পর্যায়ে বীমা ও কল্যাণ তহবিল
⚖️ বাংলাদেশে কী করা দরকার?
✅ পেনশন স্কিম: প্রবীণ আইনজীবীদের জন্য নির্ভরযোগ্য অবসর ভাতা
✅ স্বাস্থ্যবীমা: বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা ব্যবস্থা
✅ জরুরি সহায়তা তহবিল: হঠাৎ সংকটে পড়লে দ্রুত আর্থিক সহায়তা
✅ ন্যূনতম মাসিক ভাতা: নবীন আইনজীবীদের জন্য সরকার বা বার কাউন্সিলের সহায়তায় স্থায়ী ভাতা
✅ কল্যাণ তহবিলের স্বচ্ছতা: আইনজীবীদের অর্থ কিভাবে ব্যয় হচ্ছে, তার জবাবদিহিতা নিশ্চিত করা
⚖️ এখনই ব্যবস্থা নিতে হবে!
সরকার, বার কাউন্সিল ও বিচার বিভাগের এখনই উদ্যোগ নেওয়া জরুরি। বিচারকরা সরকারি বেতন-ভাতা ও অবসরের পর পেনশন পান, অথচ আইনজীবীদের জন্য কেন কোনো নিরাপত্তা নেই?
যদি আজই আমরা সচেতন না হই, তাহলে আরও অনেক আইনজীবী একই পরিণতির শিকার হবেন।
লেখক: অ্যাডভোকেট, জজ কোর্ট, ফেনী। ই-মেইল: advborhan24@gmail.com