চেকের মামলা দেওয়ানী মোকদ্দমার মতো সংশোধনী ও প্রাসঙ্গিক আইন
অ্যাডভোকেট সিরাজ প্রামাণিক

চেকের মামলা দেওয়ানী মোকদ্দমার মতো সংশোধনী ও প্রাসঙ্গিক আইন

সিরাজ প্রামাণিক:  চেক ডিসঅনারের মামলায় অর্থাৎ এন.আই.এ্যাক্টের ১৩৮ ধারার নালিশী দরখাস্ত দেওয়ানী মোকদ্দমার মতো সংশোধন করা যায়। চেকের মামলা করার সময় নালিশী আরজির কোথায়ও ভুল হলে কিংবা কিছু প্রয়োজনীয় বিষয় সংযুক্ত করতে ভুল হয়ে গেলে-সেটা সংশোধন করে সংযোজন করা যেতে পারে।। মামলার বিচার চলাকালে যেকোন মুহুর্তে সংশোধনের আবেদন করা যায়।

এন.আই, এ্যাক্টের ১৩৮ ধারার মামলা সি.আর. মামলা হিসেবে রেকর্ড হয়। এই মামলায় প্রকৃতি অনেকটাই দেওয়ানী প্রকৃতির। কেননা এখানে চৎরাধঃব চবৎংড়হ াবৎংঁং চৎরাধঃব চবৎংড়হ ২ এর বিরুদ্ধে মামলা হয়ে থাকে। রাষ্ট্র এখানে কোন পক্ষ থাকে না। বাংলাদেশ সুপ্রীম কোর্টের অনেক সিদ্ধান্তে ১৩৮ ধারার মামলা দেওয়ানী প্রকৃতির মামলা হিসেবে অভিমত প্রদান করা হয়েছে।

এন.আই. এ্যাক্টের ১৪০ (১) ধারার বিধান অনুসরণ করে যখন কোন কোম্পানীকে ১৩৮ ধারার মামলায় পক্ষ করা হয় না অনুরূপ ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ নালিশী দরখাস্ত সংশোধন করে কোম্পানীকে পক্ষভূক্ত করার নির্দেশ দেন। আনরিপোর্টেড ফৌজাদারী বিবিধ মামলা নং ৭৫১৭/২০০৩ এ হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ Quashment proceeding নিষ্পত্তি করতে গিয়ে উপরোক্ত সিদ্ধান্ত প্রদান করেন।

অন্য দিকে Md Shafi V Major AKM Akteruzzaman (Rtd) (Criminal Misc. case No 11769/2009 Unreported) মামলায় হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ গত ০৮-০৭-২০০৯ তারিখে মন্তব্য করেন ১৩৮ ধারার নালিশী দরখাস্ত সংশোধন করা যায়।

সংশোধনী দরখাস্ত লেখার নমুনাঃ বর্তমান মামলাটি মাননীয় আদালতে বিচারের পর্যায়ে রয়েছে। সম্প্রতি বাদীপক্ষে নিয়োজিত বিজ্ঞ আইনজীবীর গোচরীভূত হয়েছে যে, এই মামলায় ভুলক্রমে আনোয়ার এন্টারপ্রাইজের নামক আসামী শ্রেণিভূক্ত করা হয় নাই। বর্ণিত আনোয়ার এন্টারপ্রাইজের পক্ষে তার ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি নালিশী চেকটি বাদীর অনুকুলে ইস্যু করেছে বিধায় অত্র মামলায় ন্যায়বিচার নিশ্চিত করণার্থে উক্ত আনোয়ার এন্টারপ্রাইজ আসামী শ্রেণিভূক্ত করা প্রয়োজন এবং সে কারণে সূত্রে বর্ণিত নালিশী মামলার দরখাস্ত সংশোধন করা একান্ত আবশ্যক।

লেখক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আইনগ্রন্থ প্রণেতা ও আইন গবেষক। ই-মেইল: seraj.pramanik@gmail.com