ধর্ষণকারীদের রক্ষার স্বার্থে বাদী ও বিবাদী পক্ষে আইনজীবীদ্বয়ের যোগসাজোশ মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেস্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মামলার মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য দায়ী আইনজীবীদের সনদ বাতিল ও শিশু উজালার ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র জনতা।
আজ রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধর্ষকেদের জামিনের প্রতিবাদে আইনজীবীর কামরুল ইসলাম ও পারভীন সুলতানার সনদ বাতিলের দাবিতে প্রতিবাদী ছাত্ররা বক্তব্য রাখেন।
তারা বলেন, ধর্ষক এবং তাদের যারা জামিন করিয়েছে তারা একই অপরাধের অপরাধী। আগামী ২৪ ঘন্টার ভিতরে ধর্ষণকারীদের জামিন কারি আইনজীবীদের সনদ বাতিল না করলে পরবর্তীতে তারা কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেন।
এ সময় প্রতিবাদী ছাত্র, জনতার মধ্যে উপস্থিত ছিলেন, নাসিম, মুন্না, বিপ্লব ও গাফফার সহ প্রতিবাদী ছাত্র-জনতা।
উল্ল্যেখ্য, গত সেপ্টেম্বর মাসে মেহেরপুর সদর উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী ৯ বছরের শিশুকে ধর্ষণ করে মদনাডাঙ্গা গ্রামের বায়েজিদ নামের এক যুবক। ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে বায়েজিদের বন্ধু আলামিন হোসেন।
এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ৯ সেপ্টেম্বর বায়েজিদ, আলামিন ও বরকত আলী নামের তিন জনের নামে মেহেরপুর আদালতে ধর্ষণ মামলা করেন। আসামিরা কয়েক মাস হাজতবাসের পর অভিযুক্ত আইনজীবীদ্বয় আসামীদের জামিনে মুক্ত করে।
জামিনে বাইরে এসে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে বাদিকে মামলা তুলে নিতে বলায় এই পরিস্থিতি সৃষ্টি হয়।