বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তথা জুলাই গণ-অভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র সর্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (১৯ মার্চ) এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন, আইনজীবী মো. গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি জানান, তিন দিনের মধ্যে সর্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন আদালত।
এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলালের পক্ষে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী।
রিটে তিনদিনের মধ্যে ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশনা চাওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও উপ-পরিচালককে রিটে বিবাদী করা হয়।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ২০২৪ সালের ৩০ ডিসেম্বর চলচ্চিত্রটির পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন। কিন্তু চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা সার্টিফিকেশন সনদপত্র ইস্যু করেননি। এরপরে চলচ্চিত্র প্রদর্শনীর অনুমোদনে যথাযথ কর্তৃপক্ষের প্রতি পরপর দুবার লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়। কিন্তু এ বিষয়ে কোনো সাড়া না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘বাংলার জমিনে এবং বাঙালি জীবনে এক অভূতপূর্ব ঘটনা আগস্ট ২০২৪। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত ও অনিবার্য আন্দোলনের ঘটনাবলির প্রেক্ষাপটে রেড পোস্ট ক্রিয়েশনের ব্যানারে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’। ২০২৪ আন্দোলনে ছাত্র-জনতার বীরত্ব ও তার ইতিবৃত্ত এ চলচ্চিত্রে উপস্থাপন করা হয়েছে।’
‘দ্য রিমান্ড’ সিনেমার অন্যতম চরিত্র রূপায়ন করেছেন পারভেজ আবির চৌধুরী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন— জাকিয়া বারী মম, সালহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জ, কাজী হায়াৎ, মারুফ আকিব প্রমুখ।