একই আদেশের বিরুদ্ধে দুই আবেদন, আইনজীবীকে তলব
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

দেশের সব বিচারকের নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টের রুল

সারা দেশের সব বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে রুর জারি করেছেন হাইকোর্ট। একই সাথে প্রধান বিচারপতির নিরাপত্তায় কেনো বিশেষ বাহিনী নয় তা জানতে চেয়েছেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল দেন।

স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ ৫ জনকে ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, গত মঙ্গলবার নিরাপত্তা ডিভিশন চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের পক্ষে রিট আবেদন করি। বুধবার শুনানি শেষে হাইকোর্ট দেশের সব বিচারকের নিরাপত্তা এবং প্রধান বিচারপতির নিরাপত্তা নিশ্চিতে কেন বিশেষ বাহিনী নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন।