হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষা সংগ্রহ করা যাবে অনলাইনে
বার কাউন্সিল ও আইনজীবী

বার কাউন্সিলের আসন্ন এনরোলমেন্ট পরীক্ষার ফি কমছে না

আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তি (এনরোলমেন্ট) পরীক্ষার ফি কমছে না। তবে বিষয়টি পরবর্তী কোনো বার কাউন্সিল সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থার সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব‍্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সভায় বার কাউন্সিল পরীক্ষার ফিস কমাতে আইন শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীদের আবেদনের উপর বিশদ আলোচনা হয়। প্রাপ্ত তথ্যমতে আগামী ২৫শে এপ্রিল, ২০২৫ অনুষ্ঠিতব্য এমসিকিউ পরীক্ষার্থীদের ৮০% ইতোমধ্যে ফরম পূরণ সম্পন্ন করেছেন এবং পূর্বের কমিটি কর্তৃক পূর্বনির্ধারিত ফিস জমা দিয়েছেন।

আরও পড়ুন : বার কাউন্সিল পরীক্ষার ফি পুনর্বিবেচনার আশ্বাস

এই বাস্তবতায় আসন্ন পরীক্ষার জন‍্য বিদ্যমান ফিস পুণঃনির্ধারণ করা হলে ইতোমধ্যে ফিস জমাদানকারী অধিকাংশ শিক্ষার্থী বৈষম‍্যের শিকার হবেন। এই বিবেচনায় ফিস পুণঃনির্ধারণের বিষয়টি পরবর্তী কোনো বার কাউন্সিল সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আশা করি আমাদের সিদ্ধান্তের যৌক্তিকতা বিবেচনায় রাখবেন, জানান বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান।

এদিকে আজকে সভার পর বার কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ইফতার করেছেন কমিটির সদস্যরা। এতে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সভাপতি অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার অন্যায্য আবেদন ফি ৪০২০ টাকা থেকে কমিয়ে ফি ৩০০ টাকা করার দাবিতে বেশ কিছু ধরে মানববন্ধন কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীরা। এসব কর্মসূচি গোচরীভূত হওয়ায় ফি পুনর্বিবেচনার বিষয়টি এজেন্ডাভুক্ত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে গত শনিবার (১৫ মার্চ) এক পোস্টে আইন শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীদের উদ্দেশে ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস লিখেন, কর্মসূচি (বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার অন্যায্য আবেদন ফি ৪০২০ টাকা থেকে কমিয়ে ফি ৩০০ টাকা করার দাবিতে বাংলাদেশ বার কাউন্সিল ঘেরাও) আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

তিনি লিখেন, এ বিষয়ে আমাদের তরুণ বন্ধুদের জানাতে চাই যে, বার কাউন্সিলের পরবর্তী সভা রয়েছে। ফি পুনর্বিবেচনার বিষয়টি আমাদের আগে থেকেই এজেন্ডাভুক্ত। আপনাদের এ কর্মসূচি ঘোষণারও ১০ দিন আগে থেকে বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি।