স্টামফোর্ড ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজল, সম্পাদক তানভীর

স্টামফোর্ড ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজল, সম্পাদক তানভীর

স্টামফোর্ড ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশন ২০২৫-২৬ বর্ষের কমিটির সভাপতি হিসেবে মুক্তাদির আহমেদ কাজল ও সাধারণ সম্পাদক হিসেবে তানভীর হাসান সোহেল দায়িত্ব পেয়েছেন।

ঢাকা আইনজীবী সমিতির ৪র্থ তলায় গত বুধবার (১৯ মার্চ) দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন। এ সময় গত কমিটির সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ল‘ইয়ার্স অ্যাসোসিয়েশন, ঢাকা বার ইউনিট আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির লক্ষ্যে সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মোক্তাদির আহমেদ কাজল।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তানভীর হাসান সোহেল এবং মো. মেহেদী হাসান জুয়েল দুজন প্রার্থী থাকায় উপস্থিত সভার সকলের সিদ্ধান্তক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন যথাক্রমে অ্যাডভোকেট শারমিন জাহান শিমু, অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান খান এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান (ইলিয়াস)।

উপস্থিত ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে অ্যাডভোকেট মো. তানভীর হাসান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।