বরগুনায় ৪ টি ইটভাটাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড

বরগুনায় ৪ টি ইটভাটাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড

বরগুনায় পরিবেশের ছাড়পত্র, ইট প্রস্তুতের লাইসেন্স এবং মাটি সংগ্রহের লাইসেন্স না থাকায় ৪ টি ইটভাটাকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন আমতলী উপজেলার স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

আজ রবিবার (২৩ মার্চ) বরগুনার আমতলী উপজেলার পশ্চিম আমতলী, রায়বালা ও পূর্ব কুকুয়া গ্রামে দুপুর ২ টা থেকে বিকাল ৬:০০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট।

এসময় মেসার্স সাগর ব্রিকস ও বিসমিল্লাহ ব্রিকস কর্পোরেশনকে ৩ লক্ষ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেসার্স আল্লাহর দান ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকসকে ২ লক্ষ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হয়।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় এই সাজা প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রাকিব এবং আমতলী থানা পুলিশের একটি বিশেষ দল।