২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন : আইন বিভাগে প্রভাষক নেবে বিইউপি
একই সঙ্গে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছেন আদালত।
আরও পড়ুন : তথ্য পাচারে প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : বিচার বিভাগের পৃথক সচিবালয় খসড়া চূড়ান্ত
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল করছেন ইশরাক হোসেন।